শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

এবার পাকিস্তান সফরে যাচ্ছে দ. আফ্রিকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯

শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী মার্চে দক্ষিণ আফ্রিকাকে একটি টি-২০ সিরিজ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। তার দাবি, প্রোটিয়া বোর্ড তাতে ইতিবাচক সাড়াও দিয়েছে।

ওয়াসিম খান বলেছেন, ‘আমরা আশা করছি মার্চের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তানে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে।’

উল্লেখ্য, ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কার টিম বাসের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এর জেরে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দিয়েছে দলগুলো। সেই ধাক্কা এখন অনেকটাই সামলে উঠেছে পাকিস্তান। গত মাসেই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ