শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ

স্বদেশ ডেস্ক:

কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

আজ সোমবার রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন পার্থ।

বিজেপির চেয়ারম্যান বলেন, ‘কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই, ইউনূস সাহেব আপনাকে ও আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের কিছু উপদেষ্টার কিছু কথাবার্তায় তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, মনে হয় এই আন্দোলন শুধু তাদেরই আন্দোলন।’

উপদেষ্টাদের উদ্দেশে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমার ভাইয়েরা, তোমরা আমার চেয়ে বয়সে ছোট। সরকার নামানো আর সরকার চালানো এককথা নয়। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো ১০ বলে ২০ রান করেছ, কিন্তু ১৮০ রান বাংলাদেশের মানুষ করেছে ১৭ বছরে। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয়, তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে যে, তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, নির্বাচন করো। কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।’

হুঁশিয়ারি দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দেয়নি। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে, তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ। সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু ১৭ বছরে মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিট সময় লাগবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877