সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

মসজিদ-মন্দির নিয়ে যে সিদ্ধান্ত জানালেন ভারতের সুপ্রিম কোর্ট

মসজিদ-মন্দির নিয়ে যে সিদ্ধান্ত জানালেন ভারতের সুপ্রিম কোর্ট

স্বদেশ ডেস্ক:

ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।আজ বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, শুনানি চলাকালীন দেশের কোথাও এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা যাবে না।

বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালীন ওই আইন পাস করা হয়েছিল। ওই আইন অনুযায়ী ১৫ আগস্ট ১৯৪৭ সালে যে সম্প্রদায়ের উপাসনাস্থল যে অবস্থায় ছিল, তার চরিত্র বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।

সম্প্রতি দেশটির বেশ কয়েকটি মসজিদ ও দরগাহ আদতে হিন্দু মন্দির ছিল– এ ধরনের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতগুলি সার্ভে করার অনুমতি দিয়েছে।

আজ শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেন, ‘যেহেতু এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমরা মনে করি যে কোনও নতুন মামলা দায়ের করা উচিত নয়। নতুন করে মামলা করা হবে না। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও আদালতে বিচারাধীন মামলায় কোনও অন্তর্বর্তী বা চূড়ান্ত আদেশ দেওয়া যাবে না। জরিপের আদেশও দেওয়া যাবে না।’

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামাও জমা দিতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877