শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনলেন ড. ইউনূস

জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনলেন ড. ইউনূস

স্বদেশ ডেস্ক:

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে মেয়েদের সরব অংশগ্রহণ ছিল। সেই উত্তাল সময়ে আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নানাভাবে প্রেরণা ও উৎসাহ ও দেওয়ার চেষ্টা করেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা শোনেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। এ ছাড়া কর্মজীবী নারীদেরও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের (১০ ডিসেম্বর)  জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877