শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

এবার রণবীরের সেলফিতে মেহজাবীন

এবার রণবীরের সেলফিতে মেহজাবীন

স্বদেশ ডেস্ক:

বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে এবার ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গতকাল রবিবার ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র প্রিমিয়ার হয়েছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’। একই দিন উৎসবে হাজির হয়েছেন রণবীর কাপুর। সেখানেই তাদের দেখা হয়। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই উৎসবে অংশ নিয়েছেন হলিউড-বলিউডের অনেক তারকা।

‘দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে গেল বৃহস্পতিবার থেকে সৌদি আরবের জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র চতুর্থ আসর। উৎসবের প্রথম দিন থেকেই উপস্থিত ছিলেন মেহজাবীন। আর অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন তার ফেসবুকে।

ইতিমধ্যেই দেখা গেছে, হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে একান্তে ছবি তুলতে। সেগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি সিনেমা “সাবা” প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

এদিকে, গতকাল রবিবার অভিনেত্রী ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে অভিনেত্রীকে উৎসবের লেখা কর্নারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর দ্বিতীয় ছবিতে তাকে পাওয়া যায়, বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। যেখানে রণবীর এই অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলেছেন। এ সময় মেহজাবীনের পরনে ছিল লাল রঙের শাড়ি আর রণবীর পরেছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট।

উল্লেখ্য, ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র এই আসরে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি সিনেমা। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এ প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক। গেল ৫ ডিসেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী ১৪ ডিসেম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877