বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

এই দাগির সঙ্গে দেখা হবে: আফরান নিশো

এই দাগির সঙ্গে দেখা হবে: আফরান নিশো

স্বদেশ ডেস্ক:

চোখে কালো সানগ্লাস, ঝুঁটি বাঁধা চুল, পরনে কালো ব্লেজার- এটা আফরান নিশোর বেশভূষা। আর এলেন উড়ে, হেলিকপ্টারে। সঙ্গে দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। গতকাল রবিবার নায়কের জন্মদিনে এমনই রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আর নিজের নতুন সিনেমা ‘দাগি’র ঘোষণাটা দিলেন এভাবে- ‘ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে’।

গেল বছরের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুললেন নিশো। মাঝে বিরতি, অবশেষে আবারও রুপালি পর্দায় ফিরছেন তিনি। তাও আবার ঈদে। ‘দাগি’ প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গতকাল সন্ধ্যায় চরকি ও আলফা আইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানানো হয়েছে।

ভিডিওতে জানানো হয়, সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

ভিডিওটিতে আফরান নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’

নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং সিনেমার হিরো এর গল্প নিজেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877