শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

স্বদেশ ডেস্ক:

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দিল্লির উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক (এফওসি) আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক (এফওসি) আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার পর এটাই ভারত সাথে উচ্চপর্যায়ের প্রথম বৈঠক। এই বৈঠকের মাধ্যমে দু’দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমন হওয়ার পাশাপাশি সামনে এগিয়ে চলার পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতের পর রাতেই ঢাকা ত্যাগ করবেন। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে।

মিশ্রির সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে এফওসি একটি প্রথম পদক্ষেপ। দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে দু’দেশ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা মনে করি, ভারতের সাথে আমাদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। তাই দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করতে উভয় দেশ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতায় বড় ধরনের কোনো পরিবর্তন এলে কয়েকটি দেশের সাথে সম্পর্ক কিছুটা হোঁচট খেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। দুই দেশের পারস্পরিক স্বার্থে আমরা এসব ইস্যু বা চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো সম্পর্ক সৃষ্টি করতে পারব বলে আশাবাদী।

শেখ হাসিনার ভারতে অবস্থান দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রতিবেশী দেশে সাবেক প্রধানমন্ত্রী অবস্থান না করলে দু’দেশের সম্পর্ক উত্তরণ প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যেত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এফওসি একটি ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত বৈঠক। সেখানে দু’দেশের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থসম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলবেন। এফওসি ছাড়াও আরো অনেকের সাথে পররাষ্ট্র সচিবের আলোচনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877