বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

রাজকীয়বেশে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি

রাজকীয়বেশে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি

স্বদেশ ডেস্ক:

ভারতের দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি প্রথববার বিয়ে করেছিলেন মন্দিরে দক্ষিণী রীতি মেনে। এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন এই তারকা দম্পতি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে সাদামাটা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম তাদের বর-বধূবেশে দেখা মিলল। স্যোশাল মিডিয়ায় তাদের বিয়ের সেসব ছবি দেখে মুগ্ধ হলো ভক্তরা।

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি শেয়ার করে আবেগঘন হয়ে অদিতি লিখেছেন, ‘সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।’

বিয়ের পোশাকের জন্য বলিউডের আর সবার মতোই সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গাকেই বেছে নিয়েছেন ‘পদ্মাবত’র অভিনেত্রী। দ্বিতীয়বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহেঙ্গা, টেনে বিনুনি করে বাঁধেন চুল।

অভিনেত্রীর নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারী জড়োয়ার গয়না। অন্যদিকে, সিদ্ধার্থ পরনে ছিল মুক্তোরঙা শেরওয়ানি, সঙ্গে মানানসই গয়না।

এর আগে মন্দিরে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর লেহেঙ্গা।

দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন ভক্ত ও নেটিজেনরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877