শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল পদে এক নারীকে বেছে নিলেন ট্রাম্প

অ্যাটর্নি জেনারেল পদে এক নারীকে বেছে নিলেন ট্রাম্প

স্বদেশ ডেস্ক:

বিতর্কের মুখে ম্যাটগেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাটগেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি।

‘আমেরিকাফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও।

সংশ্লিষ্টরা বলছেন, ম্যাটগেটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877