স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল মতিনকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সোমবার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে সোমবার সকাল ৮টার দিকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওসি আরো বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের ঢাকা উত্তর সিটি ইউনিটের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পিএস মতিন আত্মগোপনে ছিলেন।
সূত্র : বাসস