শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

আবারও চিত্রনায়িকা মিম

আবারও চিত্রনায়িকা মিম

বিনোদন ডেস্ক:

সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীদের একজন বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় কাজ করেও বেশ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। কাজ করেছেন ওয়েব সিরিজেও। এবার আবারও নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন মিম। নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজটি নির্মাণ করছেন মিরাজ। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এর দৃশ্যধারণ।

মিম বলেন, ‘গতকাল থেকে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করেছি। নাম এখনো চূড়ান্ত হয়নি। গল্পে বেশ কিছু চমক আছে। তবে তা এখনই বলতে চাই না। খুব শিগগিরই সংবাদটি সবাইকে দেবো।’

এদিকে, সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা ও ভারতের সৈনক মিত্রের পরিচালনায় নতুন দুটি বিজ্ঞাপনে কাজ। আর শেষের পথে আছে রায়হান রাফির ‘পরাণ’ ছবির শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ।

একই নির্মাতার ‘ইত্তেফাক’ ছবিতেও অভিনয় করবেন মিম। আগামী ১৫ নভেম্বর সিলেটে শুরু হবে এর শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ।

মিম অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি বেশ প্রশংসিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877