বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

পাপনসহ ১১ পরিচালককে অপসারণ

পাপনসহ ১১ পরিচালককে অপসারণ

স্বদেশ ডেস্ক:

অবশেষে ‘পাপন’ মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছে তার অধ্যায়। বিসিবি সভাপতির পদ আগেই ছেড়েছিলেন যদিও, এবার পরিচালক পদ থেকেও হলেন অপসারিত।

বুধবার সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালককে অপসারিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবি কার্যালয়ে জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে।

পাপন বাদে বাতিল হওয়া পরিচালকরা হলেন ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী।

এর বাইরে আরো তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তারা হলেন খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেন। এছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হলো।

এর আগে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির প্রতিনিধিত্ব বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের স্থলাভিষিক্ত হন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। যার মাঝে ফারুক আহমেদকে বিসিবি প্রেসিডেন্ট করা হয়।

ফারুক ও ফাহিম ছাড়া পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে এখন কেবল সক্রিয় আছেন- ইফতেখার আহমেদ মিঠু, ফাহিম সিনহা, আকরাম খান, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, কাজী ইনাম আহমেদ ও সাইফুল আলম স্বপন।

এদিকে জানা গেছে, বিসিবিকে যুগোপযোগী ও কার্যকর রাখতে বোর্ড একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

যাদের কাজ হলো, বর্তমান বিসিবি সংবিধান মূল্যায়ন করে, উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করবে এবং বিসিবির কৌশলগত লক্ষ্য ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের প্রস্তাব তৈরি করা।

উল্লেখ্য, বিসিবির পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে বেশিভাগ পরিচালক অদৃশ্য হয়ে যান! আগের সরকারের সাথে সম্পর্ক থাকায় ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877