রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ঘর-জমি পেলেন গোয়ালঘরে থাকা সেই বৃদ্ধ দম্পতি….

ঘর-জমি পেলেন গোয়ালঘরে থাকা সেই বৃদ্ধ দম্পতি….

স্বদেশ ডেস্ক: ঘর ও জমি বরাদ্দ পেয়েছেন গোয়াল ঘরে অবস্থান নেয়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সেই বৃদ্ধ দম্পতি। প্রধানমন্ত্রীর তরফ থেকে তাদেরকে ঘর ও জমি দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি মহিব্বুর রহমান মহিব। ছেলের প্রতারণায় সর্বহারা হয়ে শুকুর দেওয়ান ও সহুরা বেগম নামের এই বৃদ্ধ দম্পতি আশ্রয় নিয়েছিলেন রাস্তার পাশের একটি গোয়ালঘরে। সেখানে দীর্ঘ এক মাস ধরে মানবেতর জীবন-যাপন করছিলেন তারা। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী স্থানীয় এমপিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য পটুয়াখালী-৪ আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি ঘর ও এক একর জমি দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাৎক্ষণিকভাবে বৃদ্ধ ওই দম্পতিকে উদ্ধার করে একটি বাড়িতে থাকার ব্যবস্থাও করেন এমপি মহিব। এদিকে জেলা প্রশাসকের নির্দেশে রাঙ্গাবালী ইউএনও মো. মাশফাকুর রহমান নগদ ১০ হাজার টাকা দেন ওই দম্পতিদের। প্রধানমন্ত্রীর তরফ থেকে দেয়া ও সংসদ সদস্যের নির্দেশনার সেই ঘরটি নির্মাণের কাজ বাস্তবায়ন করছেন ইউএনও। প্রধানমন্ত্রীর তরফ থেকে দেয়া দূর্যোগ সহনীয় ঘরটি নির্মাণের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘরটির নির্মাণ কাজ শেষ করতে প্রায় একমাস সময় লাগতে পারে। এ কারণে আপাতত: একটি বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। ঘরটি উদ্বোধনের আগ পর্যন্ত সেখানেই থাকবেন এই দম্পতি। তাদের খাবারের জন্যও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও বয়স্ক ভাতাসহ স্থানীয় পর্যায়ে দেয়া সরকারের সকল সহযোগিতা পাবেন এই দম্পতি। এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ইতিমধ্যেই আমরা ঘরটি নির্মাণের কাজ শুরু করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877