সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

স্বদেশ ডেস্ক:

সরকার এখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি। সোমবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন যে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার।

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে আমাদের উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ কথা বলেছেন। আমাদের আগের একটা অবস্থান আছে, যেটা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা গত বৃহস্পতিবার বলেছিলেন। সেটা হলো, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। এরপর যে সিদ্ধান্ত আসবে, সেটা পরে জানানো হবে।

উল্লেখ্য, গত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা এবং আওয়ামী লীগসহ মোট ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে আজ আদালতে রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877