স্বদেশ ডেস্ক: ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থী আলবার্তো ফার্নান্দেজ।
সরকারি ফলাফলে দেখা গেছে, ৯৪ ভোট গণনার পর আইনের সাবেক অধ্যাপক ৬০ বছর বয়সী ফার্নান্দেজ প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছেন। রক্ষনশীল বর্তমান প্রেসিডেন্ট পেয়েছেন ৪০ দশমিক ৫৩ শতাংশ ভোট।
আর্জিন্টিনার আইন অনুযায়ী, সরাসরি নির্বাচিত হতে কোন প্রার্থীকে ৪৫ শতাংশেরও বেশি ভোট কিংবা ৪০ শতাংশ ভোট পেলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে ১০ শতাংশ ভোটের ব্যবধান থাকতে হবে।
রাজধানী বুয়েন্স আয়ার্সে ফ্রেনতি ডি টুডোস পার্টির সদরদপ্তরের সামনে আলবার্তোর সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
উৎফুল্ল আলবার্তো সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনার জন্যে আজ এক মহান দিন।
আগামী ১০ ডিসেম্বর তিনি দায়িত্ব নেবেন। ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে সোমবার সকালে তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করছেন।
অর্থনৈতিক সংকটে থাকা আর্জেন্টিনায় রোববারের সাধারণ নির্বাচনে অর্থনীতিই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। দেশটির এক তৃতীয়াংশ লোক দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। তাই ভোটাররা দিন বদলের আশায় নতুন নেতৃত্ব বেছে নিয়েছে।