শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

মেন‌ন দুঃখ প্রকাশ করেছেন : নাসিম

মেন‌ন দুঃখ প্রকাশ করেছেন : নাসিম

‍স্বদেশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করে জোটের তোপের মুখে পড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দুঃখ প্রকাশ করেছেন।

জোটের শরীক দলের নেতা মেননকে তার বক্তব্য জানাতে ১৪ দলের চিঠি দেয়ার পাঁচ দিন পর তিনি এর জবাব দিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আজ সোমবার ১৪ দলের শরীক জোটের নেতাদের নিয়ে মোহাম্মদ নাসিমের ধানম‌ণ্ডির বাসভবনে রাশেদ খান মেননের চিঠি সংক্রান্ত বিষয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মোহাম্মদ নাসিম বলেন, রাশেদ খান মেনন চিঠির জবাব দিয়েছেন। জনমনে বিভ্রান্তি নিয়ে বিস্তারিত জবাব দিয়েছেন চিঠিতে। ১৪ দলের মতো তিনিও নির্বাচন নিয়ে একমত। বিভ্রান্তকর বক্তব্য নিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তবে খণ্ডিত বক্তব্য প্রচারে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মেনন। ১৪ দল তার ব্যাখ্যায় সন্তুষ্ট। সবাই একসাথে আছি আবারো এক সাথে কাজ করবো বলে আশা প্রকাশ করেন তিনি।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ধানমণ্ডিস্থ মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তার বক্তব্যের জবাব চেয়ে একটি চিঠি পাঠানো হয় রাশেদ খান মেননের বাসায়। পাঁচ দিন পরে গতকাল রাতে ওয়ার্কার্স পার্টির নগর নেতা কামরুল হাসানকে দিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় এ চিঠির জবাব পাঠানো হয়।

নাসিম বলেন, ‘সম্প্রতি বরিশালে ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ১৪ দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি চিঠি দিয়েছিলাম। তিনি গতকালই চিঠিতে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। আমরা ১৪ দল এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি বলেছেন, তিনি ১৪ দলের জাতীয় নির্বাচন সম্পর্কে মতামতের সাথে সম্পূর্ণ একমত। তিনি ১৪ দলের নির্বাচন সংক্রান্ত বিশ্লেষণের সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেছেন, তার সাম্প্রতিক বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এজন্য তাকে অনেকে ভুল বুঝেছেন। তারপরও তিনি বলেছেন, তার এই বক্তব্যের জন্য তিনি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ১৪ দলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ১৪ দলের নেতৃত্বে তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের এই ঐক্যটা অটুট রাখার জন্য তিনি বলেছেন।’

নাসিম আরো ব‌লেন, ‘আমরা বিশ্বাস করি ১৪ দল যেহেতু একটা আদর্শিক জোট। অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা আজকে তার কাছ থেকে যে ব্যাখ্যাটা পেয়েছি এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি। আমি বলতে চাই, তার ব্যাখ্যার মধ্য দিয়ে এই বিতর্কের অবসান হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ১৪ দল রাশেদ খান মেননসহ অন্যান্য শরিক দল নিয়েই অতীতে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করে যাব।’

তিনি বলেন, ‘১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে‌। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

‘আমরা সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে লড়াই করছি। সম্প্রতি নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। সব ক্ষেত্রে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।’

সম্যাবাদী দলের সধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কামরুল আহসান, মৃণাল কান্তি দাস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877