স্বদেশ ডেস্ক:
ইউরোপে খেলা লাতিন তারকা ফুটবলাররা বছরের বেশিরভাগ জুড়েই ব্যস্ত থাকেন ক্লাব ফুটবল নিয়ে। আন্তর্জাতিক বিরতির সময়েই তাদের যা একটু পাওয়া যায়। আবার ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিসহ নানা কারণে ইনজুরিতে পড়ে এই সময়েও জাতীয় দলের হয়ে খেলা হয়ে ওঠে না অনেক তারকার। ইউরোপীয় ক্লাব ফুটবলে থাকা এসব তারকাদের বাদ দিয়ে স্থানীয় তারকা খুঁজতে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।
গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারে ব্রাজিল। তবে গত বৃহস্পতিবার চিলিকে হারিয়ে লড়াইয়ে ফিরে আসে। সেলেকাওরা গোল খেয়েছিল শুরুতেই। তবে ইগর জেসুস ও লুইস হেনরিকদের গোলে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
ভিনিসিয়ুস জুনিয়রের অবর্তমানে দরিভাল জুনিয়রের দলে আশীর্বাদ হয়ে আসেন বোতাফোগো ফরোয়ার্ড হেনরিক ও জেসুস। স্থানীয় এসব তারকাদের দুরন্ত পারফরম্যান্সের পর ব্রাজিল প্রেসিডেন্ট জানিয়েছেন, যারা নিজ স্বার্থের কারণে ইউরোপে খেলে তাদের পরিবর্তে যারা নিজ দেশের লিগে খেলে তাদেরেই ব্রাজিলের জাতীয় দলে নেওয়া উচিত।
রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে সিলভা বলেন, ‘যারা বিদেশে আছে তারা এখানকার (ফুটবলারদের) চেয়ে ভালো নয়। ব্রাজিলে একই মানের, আরও ভালো খেলোয়াড় আছে। তাই এখানে (ব্রাজিলে) যারা আছে তাদেরও সুযোগ দাও।’
বেইন স্পোর্টসের তথ্য অনুযায়ী লুলা দ্য সিলভা জানিয়েছেন, সম্প্রতি তিনি ব্রাজিলের ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং রিয়ালে খেলা ভিনিসিউস, রদ্রিগো, এনদ্রিক, বার্সেলোনায় খেলা রাফিনহার পরিবর্তে স্থানীয় প্রতিভাদের দিকে নজর দিতে বলেছেন।
প্রসঙ্গত, আগামী বুধবার পেরুর বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় লাতিন আমেরিকা অঞ্চলে বর্তমানে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে ব্রাজিল।