স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে ট্রাকচালক আনোয়ারুল ইসলাম। অপরজনের পরিচয় জানা যায়নি, তিনি ওই ট্রাকের হেলপার।
আহত কাভার্ডভ্যানচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা, তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থাকার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এছাড়া কাভার্ডভ্যানের চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দু’টি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।