বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

টেকনাফে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

টেকনাফে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

স্বদেশ ডেস্ক:

কক্সবাজার টেকনাফে সাগরপথে ট্রলারযোগে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে নারী, পুরুষ ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলার যোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাকে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে অনুপ্রবেশ করেছে।

ওসি জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877