স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালিয়েছে।
এতে আরো বলা হয়েছে, বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই মসজিদটি নিজেদের কাজের ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেয়া হয়নি।
সূত্র : আল-জাজিরা