স্বদেশ ডেস্ক:
ইসরাইলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর উপ-প্রধান নাইম কাসেম। দলটির প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার পর দেয়া প্রথম ভাষণে এই ঘোষণা দেন তিনি।
হিজবুল্লাহর উপ-প্রধান বলেন, আমরা ইসরাইলি বাহিনীর স্থল আক্রমণ মোকাবেলায় পরিপূর্ণরূপে প্রস্তুত। আমরা তাদেরকে এমনভাবে শায়েস্তা করব, যেভাবে শায়েস্তা করেছিলাম ২০০৬ সালে। সেবারের মতো এবারো আমরা এই যুদ্ধে জয়লাভ করব।
এ সময় বিদ্যমান পরিস্থিতির ভিত্তিক নতুন প্রধান নির্বাচন করা হবে বলেও জানান তিনি।
এ সময় লক্ষ্যে অবিচল থাকার ঘোষণা দিয়ে নাইম কাসেম বলেন, আমরা আমাদের পরিকল্পনা চালিয়ে যাব। যদিও ইসরাইল লেবাননের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তবুও তারা আমাদেরকে লক্ষ্য থেকে সরাতে পারবে না।
সূত্র : আল জাজিরা