শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

রূপপুরে পারমাণবিক বিদ্যুত্কেন্দ্র

রূপপুরে পারমাণবিক বিদ্যুত্কেন্দ্র

স্বদেশ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুত্কেেন্দ্রর প্রথম ইউনিটের রিয়্যাক্টর কমপার্টমেন্টের অভ্যন্তরীণ কনটেইনমেন্টের (প্রতিরোধক) প্রথম পর্যায়ের কংক্রিটের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে৷ কয়েকটি ধাপে এই কনটেইনমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে৷ রূপপুর প্রকল্পের প্রধান প্রকৌশলী ইউরি খুশিলভ ২০১৯ সালের জন্য এটিকে একটি মাইলফলক কাজ হিসেবে উল্লেখ করেন৷ এই কাজে ১ হাজার ১’শ ৪৫ ঘনমিটার উচ্চমারে আরসিসি ব্যবহৃত হয়েছে এবং রিয়্যাক্টর বিল্ডিং-এর উচ্চতা দাঁড়িয়েছে ৬ মিটারের বেশি৷ প্রথম ইউনিটের রিয়্যাক্টর কমপার্টমেন্টের মূল যন্ত্রপাতি বসানোর কাজ ২০২০ সালে শুরু হবে বলে জানান তিনি৷

পারমাণবিক বিদ্যুত্ ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যাবশ্যক অংশ হচ্ছে এই অভ্যন্তরীণ কনটেইনমেন্ট, যা যে কোনও জরুরি অবস্থায় পার্শ্ববর্তী পরিবেশে তেজস্ক্রিয় পদার্থের নির্গমন রোধ করে৷ অভ্যন্তরীণ কনটেইনমেন্ট একটি সিলিন্ডার আকৃতির আরসিসি কাঠামো যার উপরিভাগে থাকে অর্ধ-গোলাকার গম্বুজ (ডোম)৷ কনটেইনমেন্টের কাঠামোটির দেয়াল ১.২ মিটার পুরু এবং উচ্চতায় প্রায় ৭৩মিটার৷ অভ্যন্তরীণ কনটেইনমেন্টকে চারদিক থেকে ঘিরে রাখে আরও একটি অত্যন্ত সদৃঢ় কাঠামো, যা বাহ্যিক কনটেইনমেন্ট হিসেবে পরিচিত৷

রূপপুর পারমাণবিক বিদ্যুত্কেেন্দ্র মোট ২টি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটিতে থাকবে তৃতীয় পøাস প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর৷ ২৪’শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পটির জেনালে কন্ট্র্যাক্টর রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল শাখা এটমস্ট্রয় এক্সপোর্ট৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877