মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

লেবানন আরেকটি গাজা হতে পারে না: জাতিসংঘ মহাসচিব

লেবানন আরেকটি গাজা হতে পারে না: জাতিসংঘ মহাসচিব

স্বদেশ ডেস্ক:

লেবাননে চলমান সংঘাতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এ হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ‘লেবানন আরেকটি গাজা হতে পারে না।’

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটে। এ নারকীয় হামলায় ইতোমধ্যেই শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার সংবাদে বলা হয়েছে, ‘লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। হামলার কয়েক দিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে এই হামলাকে গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলে উল্লেখ করেন তিনি।’

এ হমালা প্রসঙ্গে আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য সিকিউরিটি কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে। বেসামরিকদের রক্ষা করতে হবে। বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।’

তিনি আরও যোগ করেন, আমাদের যেকোনো মূল্যে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলা উচিত।

এদিকে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। প্রাণ গেছে ৭২ জনের। এর ফলে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে বলে জানা যায়।

এ হামলা প্রসঙ্গে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877