বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্যারিস ফ্যাশন উইকে আলোড়িত আলিয়া

প্যারিস ফ্যাশন উইকে আলোড়িত আলিয়া

স্বদেশ ডেস্ক:

প্যারিস ফ্যাশন উইকে মঞ্চ আলোড়িত করলেন বলিউড গ্ল্যামার গার্ল আলিয়া ভাট। আন্তর্জাতিক এ ফ্যাশন শোয়ের মঞ্চে এবারই প্রথমবারের মতো হাঁটলেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লরিয়াল প্যারিস ফ্যাশন উইক ২০২৪-এ জমকালো স্টাইলে আত্মপ্রকাশ করলেন আলিয়া ভাট।

এদিন মেটালিক সিলভার বাস্টিয়ারের সঙ্গে কালো অফ-শোল্ডার জাম্পস্যুট পরে র‌্যাম্পে হাঁটেন এ আবেদনময়ী অভিনেত্রী।

‘ল’রিয়াল প্যারিস’-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আলিয়ার হালকা মেকআপ ও ঠোঁটে গোলাপী রঙের ছোঁয়া, এবং ‘ওয়েট হেয়ার লুক’ মুগ্ধ করেছে উপস্থিত প্রতিটি দর্শকদের।

উল্লেখ্য, আগামীতে আলিয়াকে ‘জিগরা’ সিনেমায় দেখা যাবে অনন্য এক চরিত্রে। ভাসন বালা পরিচালিত এ সিনেমায় বেদাঙ্গ রায়নার সঙ্গে অভিনয় করবেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877