স্বদেশ ডেস্ক: পারিবারিকভাবে গত ১৯ জুলাই আংটি বদল করেন আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। আর গত মাসে দেশের বাইরে গিয়েছিলেন হবু বর ওমারের সঙ্গে দেখা করতে। সঙ্গে ছিল তার মেয়ে সুহাও। দেশে ফিরেছেন চলতি মাসের ২১ তারিখ।
পিয়া জানান, বিয়ের তারখি এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের শুরুর দিকে হওয়ার সম্ভবনাই বেশি। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনিও পাড়ি জমাবেন যুক্তরাজ্যে। সঙ্গে থাকবেন তার মেয়েও।
স্বামীর সঙ্গে বিদেশ পাড়ি জমালে, তবে কী তাকে অভিনয়ে পাওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে পিয়া বলেন, ‘ওমার মুসলিম পরিবারের সন্তান। ওদের পরিবার বেশ ধার্মিক। আমি মডেল-অভিনেত্রী, এটা জানার পরও ওরা আমাকে পছন্দ করেছে। ওমারের পরিবারের সঙ্গে মেশার পর, শোবিজ আর ভালো লাগছে না। আমিও চাই না, অভিনয়টা কন্টিনিউ রাখি। বিয়ের পর অভিনয় করার ইচ্ছে নেই। তবে মাঝে মধ্যে দেশে এলে হয়তো টুকটাক কাজ করা হতে পারে, সেটাও নিশ্চিত না।’
তিনি আরও বলেন, ‘লন্ডনে স্থায়ী হওয়ার আরও একটি বড় কারণ হলো, আমার মেয়ে। ওর বয়স এখন ১০ বছর। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সেখানে যাচ্ছি।’
হবু বর ওমারের সঙ্গে পরিচয় প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ‘আমার কাজিন থাকে ওখানে (লন্ডনে)। ওর স্বামীর বন্ধুর ছোট ভাই। ওর সঙ্গে আমার এক বছরের বেশি পরিচয়।’
প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির সুবাদে বড় পর্দায় তার অভিষেক। এতে পিয়ার নায়ক ছিলেন এবিএম সুমন। এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পিয়া বিপাশা।