স্বদেশ ডেস্ক:
ইয়েমেন থেকে ইসারয়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানোসামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। তবে এবার প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
হামলার পর ওই স্থানে আগুন ধরে যায়। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা নতুন একটি হাইপরাসনিক ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল আঘাত করেছেন।
তবে ইসরায়েলের দাবি, ওই ক্ষেপণাস্ত্র আঘাত আনেনি। আকাশেই বিধ্বস্ত হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পদক্ষেপের চড়া মূল্য দিতে হবে হুতিদের।