পটুয়াখালীর দুমকিতে রাস্তার পাশে গাছের নিচে শপিং ব্যাগে ফেলে রাখা একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আগের দিন মঙ্গলবার ভোরে জনৈক সোহরাব গাজী ও তার স্ত্রী নুরজান বেগম ক্ষেতের কাজে রাস্তা দিয়ে যাওয়ার সময় কান্না শুনে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত নবজাতকটিকে বাড়িতে নিয়ে সোহরাব গাজী দম্পতি সেবা-শুশ্রুষা করছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাদশাবাড়ী এলাকায়।
উদ্ধারকারী সোহরাব গাজী জানান, নিত্যদিনের মতো ভোরবেলা ক্ষেতের কাজের উদ্দেশ্যে ওই পথ দিয়ে যাওয়ার সময় নবজাতক শিশুর কান্না শুনে তিনি থমকে দাঁড়ান। আশপাশে কোনো লোকজন দেখতে না পেয়ে কান্নার সূত্র খুঁজতে এদিকে ওদিকে নজর দেন। এসময় একটি শপিং ব্যাগে নড়াচড়া ও কান্নার শব্দ আঁচ করতে পেরে ব্যাগটি তুলে নবজাতক শিশুটিকে দেখতে পান। জীবন্ত নবজাতকটিকে পিঁপড়ায় ধরেছিল। তারা সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে লালন-পালন করছেন। শিশুটির বাবা-মায়ের কোনো হসিদ মেলেনি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নবজাতকটিকে ওই দম্পতির জিম্মায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তার মা-বাবাকে সনাক্ত করা যায়নি।