স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। এতে ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় এ বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।
ইয়ার্ড কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ১২ জনকে মেডিক্যালে পাঠান। যেকোনো ইয়ার্ডে জাহাজ কাটার জন্য গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন বিপজ্জনক উপাদান থাকে। এস এন করপোরেশনের ইয়ার্ডে বিস্ফোরণ কিভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।