মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

স্বদেশ ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। গতকাল সোমবার কালা বাখতার এলাকায় এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন নারীও আছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন, দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়।

এখনো কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। তারপর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তালেবানও জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

তবে জঙ্গিগোষ্ঠী আইএস এখনো আফগানিস্তানে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তারা দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্য জায়গা টার্গেট করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877