শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে মাদকের গডফাদারদেরও ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

স্বদেশ ডেস্ক

অবৈধ অস্ত্র উদ্ধারে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। এ অভিযানে মাদকের গডফাদারদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘রাত ১২টা থেকেই যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। হাতিয়ার কালেকশনের জন্য।’

একইসাথে এ অভিযানে মাদক কারবারিদেরও গ্রেফতার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি।’

এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ