বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

সালমানের পাঁজরে চোট, বন্ধ ‘সিকান্দর’ সিনেমার শুটিং

সালমানের পাঁজরে চোট, বন্ধ ‘সিকান্দর’ সিনেমার শুটিং

স্বদেশ ডেস্ক

পাঁজরে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই চোটের কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়ে হয়েছে ‘ভাইজান’কে। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেনএই সুপারস্টার। ২০০৯ সালের ছবি ‘ওয়ান্টেড’-এর বিখ্যাত ট্র্যাক ‘জলওয়া’-তেও নাচলেন সালমান। চোটের কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দর’-এর শুটিং।

হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রিয় অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত সালমানের দ্রুত আরোগ্য কামনা করছেন। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সালমানের নাচ দেখে ভক্তদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কারও ভাবনায় এই সালমান ‘আহত সিংহ’। যদিও নেটিজেনদের বেশিরভাগই তাদের প্রিয় ভাইজানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। সেখানে অনেকেই ছিলেন যারা অভিনেতাকে ট্রোল করতে থাকেন। কিছু মানুষের মনে হতে থাকে যে সালমানকে নাচতে বাধ্য করা হয়েছিল। অনেকে আবার অভিনেতার শরীর নিয়েও মন্তব্য করেছেন।

বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

সালমানের কাজের প্রশংসা করে একজন ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আহত সিংহের গর্জন খুবই বিপজ্জনক। একটি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, ‘এইমাত্র শুনেছি আমাদের প্রিয় সালমান খান ভালো নেই। এবং এই কারণে তার ছবি সিকান্দর-এর শুটিংও বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনে খুবই দুঃখিত।’

সালমান তার লাখো ভক্তের কাছে সবসময়ই অনুপ্রেরণা। শিগগীরই ‘সিকান্দর’ ছবি দিয়ে কামব্যাক করবেন তিনি। আপাতত শুটিং বন্ধ রয়েছে। সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877