বুধবার, ২১ মে ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

স্বদেশ ডেস্ক

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয়ার আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

গত ১৯ অগাস্ট সারডা নামে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে রিটটি করা হয়েছিল।

মঙ্গলবার (২৭ আগস্ট) সেই রিটের শুনানিতে অংশ নিয়ে রিট খারিজের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল।

পরে এক সংবাদ সম্মেলনে মো: আসাদুজ্জামান বলেন, সরকার কোনোভাবেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া সমর্থন করতে পারে না।

তিনি বলেন, ‘দলের যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগঠনের নিবন্ধন বাতিল করা যাবে না।’

রিট আবেদনের দুর্বলতা নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘রিটে আওয়ামী লীগকে বিবাদিই করা হয়নি।’

তাছাড়া, রিটকারীর এমন রিট দায়েরের এখতিয়ার নেই বলেও মন্তব্য তার।

রিটটিতে রাষ্ট্রের সংস্কারের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়।

এ বিষয়ে মো: আসাদুজ্জামান বলেন, ‘এই সরকারের মেয়াদ আদালত নির্ধারণ করে দিতে পারে না।’

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ