বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

ডিপজলকে আটকের দাবিতে মিছিল

ডিপজলকে আটকের দাবিতে মিছিল

স্বদেশ ডেস্ক

ঢাকাই ছবির অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের গ্রেপ্তার দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছে একটি দল। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় গাবতলী বাস টার্মিনালে এ বিক্ষোভ মিছিলে অংশ নেয় শতাধিক মানুষ।

বিক্ষোভকারীদরে পক্ষ থেকে জানানো হয়, ডিপজল আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটাবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার অর্থ ও অস্ত্রের জোগানদাতা। ডিপজলকে অবিলম্বে গ্রেপ্তার ও বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কারের দাবি জানায় বিক্ষোভকারীরা।

তবে এ বিষয়ে শাহ আলী থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান জানান, তিনি এই বিষয়ে একেবারেই অবগত নন।

গাবতলীর স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী পশুর হাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন, ‘আমি গত ২৪ বছর গাবতলীর গরুর হাট চালিয়েছি। এই বছর কোরবানির ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের এমপির সহায়তায় সেই গরুর হাট জোর করে নিয়ে গেছেন ডিপজল। এ ছাড়া আওয়ামী লীগের আমলে শাহআলী মাজার, স্কুল পরিচালনা কমিটি, বাজার কমিটির সদস্যও হয়েছেন ডিপজল।’

তিনি আরো বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল, মিটিং, সভা-সমাবেশ করেছেন ডিপজল। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ডিপজলের ছবিসংবলিত পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877