রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

ক্রিকেটাররা যখন চাইবে তখনই নির্বাচন হবে : দুর্জয়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

ক্রিকেটারদের দাবি মেনে নিয়ে কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ) বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ক্রিকেটাররা যখন চাইবে তখনই নির্বাচন দেয়া হবে।

তিনি বলেন, ‘কোয়াবের সব কিছু ক্রিকেটারদের বুঝিয়ে দেয়া হয়েছে, তারা যখন চাইবে তখনই নির্বাচন করে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।’

ক্রিকেটারদের প্রথম ১১ দফা আর সবশেষ ১৩ দফা দাবির প্রথমটি হলো কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ। সংগঠনটি ক্রিকেটারদের দাবি তুলে ধরতে পারছে না- এমন দাবি বর্তমান ক্রিকেটারদের।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সাথে বৈঠকে বসে দাবি পূরণের আশ্বাস দিলেও, কোয়াবের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। তিনি জানিয়েছেন, সেটি বোর্ডের এখতিয়ারের বাইরে। তবে কোয়াব সভাপতি দুর্জয় বলেন, ‘অনেক কিছু খেলোয়াড়দের জানার বাইরে ছিলো। সে সম্পর্কে তাদের একটি ধারণা দেয়া হয়েছে। তারা চায় নতুন কমিটি হোক। সেটাই হবে কিন্তু নির্বাচনের মাধ্যমে।’

তিনি আরো বলেন, ‘খেলোয়াড়দের বলা হয়েছে। তারা তাদের সুযোগ বুঝে আমাদের সময় দেবে। আমরা নির্বাচনের আয়োজন করবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ