শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

মোস্তাফিজ পাচ্ছেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

মোস্তাফিজ পাচ্ছেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটারদের ধর্মঘটের অবসান হয়েছে। স্বস্তি ফিরেছে ক্রীড়াঙ্গনে। ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে বোর্ড, যার ফলে খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বুধবার রাতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালকরা। তখন সেখানে ছিলেন আন্দোলনরত ক্রিকেটাররাও। সেখানেই জানানো হয় দুই পক্ষের বোঝাপড়ার কথা।

এই মিডিয়া সেশনে ক্রিকেটারদের সকল দাবিদাওয়া মেনে নেয়ার সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ক্রিকেটারদের দলীয় দাবির পাশাপাশি অনেক ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। চেষ্টা করেছেন সেসবেরও সমাধান দেয়ার।

এর মধ্যে অন্যতম ছিলো জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত। আইপিএলে খেলতে ছাড়পত্র না দেয়ায়, যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মোস্তাফিজ, তার জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

২০১৯ সালের আইপিএলে খেলতে ক্রিকেট বোর্ডের অনুমতি পাননি মোস্তাফিজ। ইনজুরি প্রবণ মোস্তাফিজকে বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখেই ওই সময় তাকে দেড় মাসের জন্য আইপিএলে খেলার অনুমতি দেয়া হয়নি।

নিয়ম অনুযায়ী জাতীয় দলের কোন খেলা না থাকলে ছাড়পত্র পেতে পারেন একজন ক্রিকেটার। তখনই কথা উঠেছিল যে, জাতীয় দলের কোনো খেলা না থাকার পরেও অনুমিত না দেয়ায় মোস্তাফিজ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন- সে ব্যাপারে কী করবে বোর্ড। এ বিষয়ে তখন কিছুই জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। তবে দেরি করে হলেও, অবশেষে আর্থিক ক্ষতিপূরণ ঠিকই পাচ্ছেন মোস্তাফিজ।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ২০১৬ সাল থেকে টানা তিন মৌসুমে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথম দুইবার সানরাইজার্স হায়দরবাদ এবং শেষবার তিনি আইপিএল মাতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877