বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

১৪ দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সালমান রহমান ও আনিসুল হক

১৪ দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সালমান রহমান ও আনিসুল হক

স্বদেশ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ১২ দেশের মুদ্রা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুটি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে তুলে রিমান্ড আবেদনে এসব তথ্য তুলে ধরেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া। তিনি জানান, গতকাল আসামিদের তল্লাশি করে ওই মুদ্রা পাওয়া যায়। পরে মুদ্রাগুলো জব্দ করা হয়। এ ছাড়া তাদের দুজনের কাছ থেকে ৯টি পাসপোর্ট উদ্ধার করা গেছে।

রাজধানীর নিউমার্কেটের দোকানি শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন। তবে শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক সজিব মিয়া আসামিদের ১০ দিন করেই রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানের কাছে থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ সুইস ফ্রাংক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানের সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরের ডলার, দেড়শো পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ৬ হাজার ২৩০ ভুটানের গুলট্রাম, ১ হাজার রুপি, ৩ হাজার ৩২০ থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা রয়েছে। পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের ৫টি ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এ ছাড়া আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরের ডলার এবং তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877