স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগের সরকারের আমলে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন তাদের পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুর থেকে তারা রাজধানীর ভিআইপি সড়কে অবস্থিত যমুনার সামনে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা শতাধিক নিখোঁজ ব্যক্তির সন্ধান দাবি করেন। তাদের মধ্যে কেউ স্বামী, কেউ বাবা, আবার কেউ তার ভাইয়ের খোঁজ পেতে এসেছেন।
সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ‘আয়নাঘর আয়নাঘর, খুলে দাও খুলে দাও’, ‘মুক্তি চাই মুক্তি চাই, গুম স্বজনদের মুক্তি চাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’সহ নানা স্লোগান দেন।
তেজগাঁও থানা যুবদলের নেতা বশির উদ্দীন হাওলাদার ২০১১ সালের ১৪ জুন রাজধানীর গুলিস্তান থেকে নিখোঁজ হন। যমুনার সামনে অবস্থান নেওয়া তার স্ত্রী হোসেন আরা বলেন, ‘আমার স্বামী নিখোঁজের পর থেকে বিভিন্ন থানা, জেলখানাসহ সব জায়গায় খুঁজেছি। যে যেখানে বলছে সেখানে গিয়েছি। শেখ হাসিনার সরকার পতনের পর আমরা আয়নাঘরের সামনে কয়েকবার গিয়েছি একবার স্বামীকে দেখার জন্য। আমার সন্তানদের সামনে আমি কোনো উত্তর দিতে পারছি না।’
শাহেরা জসিম নামের এক নারী বলেন, তার ছেলে সাইফুল ইসলাম টিটু রাজধানীর কদমতলী থেকে ২০১৩ সালে নিখোঁজ হন। তিনি বলেন, ‘২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আমার বাবাকে কয়েকজন মানুষ তুলে নিয়ে যায়। কী কারণে নিখোঁজ হয়েছে সেটাও জানি না। সে সময় কদমতলী থানায় একটা জিডিও করেছিলাম। প্রথমে থানা থেকে জিডিও নেওয়া হচ্ছিল না। তারপর অনেক কষ্টের পর জিডি করি, কিন্তু এতোদিন পার হয়ে গেলেও ছেলের খোঁজ পাইনি এখনও। সরকারের কাছে আমি আমার সন্তান জীবিত হোক, মৃত হোক ফিরে পেতে চাই।’