মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব চীন কী আসলে ভারতের ৬০ কিলোমিটার ভুখণ্ড দখল করেছে রাষ্ট্রপতির দুবাই ‘কানেকশন’ ও মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ নিয়ে কৌতূহল খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আবু সাঈদ হত্যা অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন
গোপালগঞ্জে আ’লীগের আগুনে পুড়ল সেনাবাহিনীর গাড়ি, আহত ১৫

গোপালগঞ্জে আ’লীগের আগুনে পুড়ল সেনাবাহিনীর গাড়ি, আহত ১৫

স্বদেশ ডেস্ক:

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক, ৪ সেনাসদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া দুইজন গুলিবিদ্ধের খবরও পাওয়া গেছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনাকে ‘সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার’ দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে।

এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাতে লাঠি, রাম দা ও অন্যান্য ধারালো অস্ত্র বহন করছিল। স্থানীয় সাংবাদিকরা বলছেন, বিক্ষোভকারীদের হটিয়ে দেবার জন্য সেনাসদস্যরা লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে।

শেখ হাসিনাকে ফিরে আনার দাবিতে এ নিয়ে টানা তিনদিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে। তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877