স্বদেশ ডেস্ক:
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগের পরই শুরু হয় আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও বাসা-বাড়িতে ভাঙচুর। যার থেকে রেহাই মেলেনি জাতীয় সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। ভিডিওতে দেখা গেছে, মাশরাফির বাড়ি পুরিয়ে দিয়েছেন বিক্ষোভকারী জনতা। এ সময় তার বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও করা হয়।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। এই আসন থেকেই ২০১৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
গত ৭ জানুয়ারির সেই নির্বাচনে এই আসনের ১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪১ ভোট। অর্থাৎ, ১ লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়েছেন মাশরাফি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একেবারেই চুপ ছিলেন মাশরাফি। তাই তার ওপর ক্ষুব্ধ ছিলেন অনেকে।