স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটি অবতরণ করেছেন শেখ হাসিনা। আজ সোমবার স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে সেখানে অবতরণ করেন তার বিমান।
ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রসঙ্গত, জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ আগরতলা হয়ে নয়াদিল্লির পাশের ওই বিমানঘাঁটিতে নামেন তিনি। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।