মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

‘আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে’

‘আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে’

স্বদেশ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে।’

সোমবার (৫ আগস্ট) এক ফেসবুক পোস্টে ওই মন্তব্য করেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি ইতোমধ্যে সপরিবারে দেশ থেকেও পালিয়ে গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা
বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে। ফলে বেলা ৩টায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশে ভাষণ আরো কিছুটা পেছাতে পারে বলে তিনি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877