সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

সুপ্রিম কোর্টসহ সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সুপ্রিম কোর্টসহ সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স্বদেশ ডেস্ক:

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে।

রোববার (৪ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো: সাইফুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন :

১। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে;

২। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের সব দফতর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে;

৩। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজনসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877