মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির কাছে যে আহ্বান জানালেন ড. আসিফ নজরুল

প্রধান বিচারপতির কাছে যে আহ্বান জানালেন ড. আসিফ নজরুল

স্বদেশ ডেস্ক:

নিম্ন আদালতে সংবিধানের লঙ্ঘন হচ্ছে জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তথা উচ্চ আদালতের কাছে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান করেন।

আসিফ নজরুল বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) দেখেছেন, ডাকসুর একজন নির্বাচিত ভিপি, ভুয়া ভোটে নির্বাচিত না। ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটের দ্বারা নির্বাচিত সভাপতি নুরুল হক নুরকে কীভাবে টর্চার (নির্যাতন) করা হয়েছে। রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৩৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নাহিদকে (বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক) যে টর্চার করা হয়েছে, এগুলো সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি বলেন, ‘আজকে রিমান্ডে নুরকে এভাবে মারার পর আবার রিমান্ড দেন আদালত, এটা কোন আদালত? আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত আবার কীভাবে তাদের রিমান্ডের আদেশ দিচ্ছেন। আপনি তাদের (রিমান্ড আদেশ দেওয়া বিচারক) বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

ঢাবির আইন বিভাগের এ শিক্ষক বলেন, ‘যেই বিরোধীদলের, ভিন্নমতের মানুষই (আসামি) যায়, তাদের রিমান্ডে দিয়ে দিয়ে দেন। রিমান্ডে দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে যে রিমান্ডে দিতে হবে। নিম্ন আদালত কেন কাজ করতে পারছেনা না? নিম্ন আদালতে আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হয়েছে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা সতর্ক করে দিতে পারেন, অনেক ব্যবস্থা নিতে পারেন।’

আসিফ নজরুল বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় কেন সমন্বয়ককে (নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ) তুলে নেওয়া হয়েছে? এটির বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক। আপনাদের কাছে আপিল করছি, সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে যে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার কথা, ডিবি যদি হেফাজতেও নিয়ে থাকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা।’

তিনি বলেন, ‘চোখের সামনে সংবিধানে লঙ্ঘন করছে। আর্টিকেল ৩৩ লঙ্ঘন করছে, আর্টিকেল ৩৫ লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে। চোখের সামনে করছে, দম্ভভরে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি, স্বতঃপ্রণোদিত হয়ে যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877