শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

স্বদেশ ডেস্ক:

সরাকরি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের স্মরণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

চলতি মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে এখন পর্যন্ত ১৪৭ জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সহিংসতায় কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্নভাবে এ তথ্য জানা গেছে।’

তবে সাংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা আজও আন্দোলন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ