শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে কতজনের প্রাণ গেছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনে কতজনের প্রাণ গেছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সহিংসতায় কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্নভাবে এ তথ্য জানা গেছে।’

সহিংসতায় কত শিক্ষার্থী নিহত হয়েছেন—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্র কতজন, এখনো বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।

কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877