বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে জানা যাবে আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

স্বদেশ ডেস্ক:

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে আজ রোববার বৈঠকে বসবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

সকালে অপারেটরদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘শিগগিরই মোবাইল ইন্টারনেট খুলে দেয়া হবে। রোববার সকাল ৯টায় আমরা এমটবের সাথে বৈঠক করব। বৈঠকে সন্তুষ্ট হলে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেয়া হবে। আমরা ইন্টারনেট শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেয়ার কারণে। এজন্য শুধু টেলিকম খাতে পাঁচ শ’ কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এর পরদিন ২৪ জুলাই থেকে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ