শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

নববধূ রাধিকার ছবি প্রকাশ্যে

নববধূ রাধিকার ছবি প্রকাশ্যে

স্বদেশ ডেস্ক:

অনেকেই অপেক্ষায় ছিলেন আম্বানিবাড়ির নতুন বউয়ের সাজ দেখবেন বলে। যে বিয়ে নিয়ে কয়েক মাসের নানা আয়োজন, অবশেষে তা পূর্ণতা পেল। প্রতীক্ষার অবসান ঘটলো শুক্রবার। সম্পন্ন হলো মুকেশ আম্বানী ও নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছিল ভারতের মুম্বাইয়ে। দুনিয়ার সব নামজাদা তারকা এসেছিলেন বিয়ের অতিথি হয়ে। তাদের নানা ছবি সামনে এলেও এই বিয়ের মূল আকর্ষণ জিইয়ে রেখেছিলেন স্বয়ং রাধিকা মার্চেন্ট। এবার সেই ছবি সামনে এল। প্রকাশ্যে এলো নববধূর বিয়ের সাজ।

পোশাকশিল্পী আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গায় সেজেছেন রাধিকা। বধূবেশে নজর কেড়েছেন তিনি। গলায় হীরের রানিহার ও চোকার। হাতে সাদা-লাল চুড়া। ছিমছাম মেকআপে সেজেছেন আম্বানীদের হবু পুত্রবধূ।

কমলা শেরওয়ানি পরেছেন অনন্ত। তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পরেছেন অনন্ত। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে তাকে।

গায়ে হলুদ হোক কিংবা সঙ্গীত, মেহেন্দি হোক কিংবা শিবপুজো— অনন্ত-রাধিকার পোশাকে সব সময় ছিল কোনো না কোনো চমক। কেমন হবে তাদের বিয়ের সাজপোশাক, সেই নিয়ে ফ্যাশন দুনিয়ায় চর্চা ছিল তুঙ্গে।

জানা গেছে, একাধিক হাইপ্রোফাইল অতিথি এসেছিলেন মুম্বাইতে। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিসরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877