মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

সড়ক থেকে আন্দোলনকারীদের চলে যেতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক থেকে আন্দোলনকারীদের চলে যেতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সড়ক থেকে চলে যাওয়ার জন্য তাদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আন্দোলন করছে, তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চিয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ঘরে ফিরে যাবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা খুবই মেধাবী, এদের চাহিদা আমরা শুনব। কিন্তু শোনারও একটা সীমা বোধহয় থাকে, তারা সেটা অতিক্রম করে যাচ্ছেন। আজ বেশ কয়েক দিন হলো, তারা একই কাজ করছেন। এরই মধ্যে দেখেছেন, প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন, সেটা স্থগিত। এখন যে মামলা চলছে, সেই মামলার রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত থাকবে। কাজেই হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল, সেটা অচল, সেটা এখন নেই। এ ক্ষেত্রে আমার মনে হয়, ছাত্রদের এগুলো বুঝা উচিত যে, রায় যখন নেই, তখন আন্দোলন করছেন কেন? আমার মনে হয়, আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেটা খুবই পরিষ্কার। ছাত্রদেরও অনুরোধ করা হয়েছে, তাদের যদি কিছু বলার থাকে তাহলে আদালত তাদের কথা শুনবেন। তারা যেন আদালতে আসেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা যেটা চেয়েছিলেন সেই দিকেই যখন যাচ্ছে, তখন রাস্তায় থেকে তাদের কষ্ট করার দরকার নেই। আর আদালত সব ধরনের সুযোগ তাদের জন্য রেখেছেন। তাদের কথা শুনতে চাচ্ছেন আদালত। এখন আমার মনে হয়, রাস্তায় অবস্থান করার কোনো প্রয়োজন নেই।’

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে পুলিশ বসে থাকবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ যখন অপারগ হয়ে যায়, তখনই অ্যাকশনটা আসে। যখন কেউ অগ্নিসংযোগ করতে যায়, যখন জানমালের অনিশ্চয়তা তৈরি হয়…, এককথায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877