মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ

ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ

স্বদেশ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল সীমান্তে আন্তজার্তিক আইন অমান্য করে জিরো লাইন থেকে মাত্র ২০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

জেলার ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল সীমান্তের অধিবাসী মাজম মিয়া, রাজু মিয়া, মজিবর রহমান জানান, আন্তর্জাতিক আইনে সীমান্তের শুন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণে বিধিনিষেধ থাকায় এর আগে বহুবার চেষ্টা করলেও বিজিবি’র বাধায় ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যর্থ হয়েছিল বিএসএফ। ফলে ওই সীমান্তের প্রায় ২ কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন অবস্থায় ফাঁকা পড়ে ছিল। কিন্তু মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ওই সীমান্তের আন্তজার্তিক সীমানা পিলার ৯৩৪ এর ৪নং সাব পিলার সংলগ্ন ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার করলা এলাকায় কুর্শাহাট টু দিনহাটা সড়কের পাশে প্রায় ১৫০ গজ জায়গা জুড়ে ৩ ফুট উচু স্ট্রিলের পাইপ, ব্লেডতার ও কংক্রিটের সিঁড়ি দিয়ে মিনি কাঁটাতারের বেড়া নির্মাণ করে জানাজানি হওয়ার আগেই চলে যায় ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ওই সীমান্তে গিয়ে টহল জোরদার করে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ জালাল জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত সীমান্তে বিজিবির টহল জোরদার রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877