স্বদেশ ডেস্ক:
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় দেশটির সেনাবাহিনীর ৫ সেনার মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫ সেনা।
গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ঘটনাস্থলে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। ফলে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক একটি স্থানে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের বহনকারী একটি গাড়িবহরকে অ্যামবুশে ফেলে আক্রমণ চালালে এই হতাহতের ঘটনা ঘটে।